৫ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ, মতলব উত্তরে ট্রলারযোগে পাচারকালে ।

Spread the love

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে মেঘনা নদীর কালীরচর, দশানী মেঘনা নদী থেকে ৫ টন (পাঁচ হাজার কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল) ভোর ৫ টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে শনিবার (১২ এপ্রিল) ভোর ৫ টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর কালীরচর, দশানী মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রলারযোগে পাচারকালে ৫ টন (৫০০০ কেজি) জাটকা মাছ জব্ধ করা হয়। পরে জব্দকৃত জাটকা মাছগুলো বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজী, এম কবীর,মোহনপুর আউটপোস্ট এর কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্টগাড, মৎস্য অফিসার এর প্রতিনিধি মোঃ ইমাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *