সরিয়ে দেয়া হলো ডিবির মল্লিককে

Spread the love

ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে।

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের সংযুক্ত করার কথা জানানো হয়।

বাংলা নববর্ষের আগের দিন রোববার সকালে রমনায় পহেলা বৈশাখের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে দেখা যায়নি রেজাউল করিম মল্লিককে। ১৭তম বিসিএসের এ কর্মকতা গত ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পেয়েছিলেন।
গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে ডিএমপির ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটল।

আটকের আগে মেঘনা ফেইসবুক লাইভে এসে বাসার ‘দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা’ ভেতরে প্রবেশের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তাকে আটক করার পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর তার আইডি থেকে ডিলিট হয়ে যায়। তবে এর আগেই ফেইসবুকে তা ছড়িয়ে পড়ে।

পরে বৃহস্পতিবার রাতে মেঘনাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *