নরসিংদীতে গৃহবধূকে গলাটিপে হত্যা, পলাতক স্বামী

Spread the love

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

রোববার দুপুরে শিবপুর থানার ভর‌তের কা‌ন্দি গ্রামের বসতঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে শিবপুর থানার ওসি আফজাল হোসেন জানান।

মৃত খাদিজা আক্তার (৩৫) ওই গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার স্ত্রী।
ঘটনার পর থেকে তারেক (৪০) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত নারীর স্বজনদের বরাতে ওসি বলেন, সকা‌লে সাড়া না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূ খাদিজার মর‌দেহ দেখ‌তে পায়। পরে শিবপুর থানায় খবর দেওয়া হলে পু‌লিশ তা উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতালের ম‌র্গে পাঠায়।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে তারেকের সঙ্গে তার স্ত্রী খাদিজার পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার রা‌তের কোনো এক সময় স্ত্রী‌কে গলা‌টি‌পে হত‌্যা করা হয়। পরে মরদেহ ঘরের ভেতর রে‌খে বাইরে থেকে দরজা লা‌গি‌য়ে তারেক মিয়া পা‌লি‌য়ে‌ যায় বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *