সরিষাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী রাজাসহ গ্রেপ্তার ৩

Spread the love

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিতর্কিত সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানের ক্যাডার শীর্ষ সন্ত্রাসী রাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার পাখিমারা এলাকায় যৌথ অভিযান কালে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানএর ছত্রছায়ায় আওনা ইউনিয়নে আধিপত্য বিস্তার করে শীর্ষ সন্ত্রাসী রাজা। একপর্যায়ে তিনি ইউনিয়ন পরিষদের সদস্য বনেযান। মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর নিয়ন্ত্রক হয়ে বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করতো এই রাজা। রাজার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে মুরাদ এমপির ক্যাডার কিশোর গ্যাং এর হোতা শীর্ষ সন্ত্রাসী সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন রাজা ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির ও তার সহযোগী মোহাম্মদ ফারুককে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ৯টি বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৫ পিচ ইয়াবা, ৫ গ্রাম গাজা, ৭ টি মোবাইল ফোন, গ্যাস লাইট সহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ছাড়াও তাদের কাছে পাওয়ায় মাদক বিক্রির ৬ হাজার ৫শ ৫৭ টাকা। ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে দুটি দল এ অভিযান পরিচালনা করেন।

ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত জানান, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত আওনা ইউনিয়নের পাখিমারা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধে জনগণকে সেনাবাহিনী কে সহায়তা করার কথা জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, পৃথক দুটি অভিযানে ৩জনকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *