নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Spread the love

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন পরিষদের প্রধান কার্যকরী সদস্য জোবায়ের পাটোয়ারি ও প্রধান উপদেষ্টা রহমত উল আলম শিহাব জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা ৬ দফা যৌক্তিক দাবি তুলে ধরলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার। এ কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হয়।

অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে দ্রুত দাবি পূরণের আশ্বাস দেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে:

হাইকোর্টের রায় অনুযায়ী জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল করা এবং সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা।
২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বন্ধ, উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম প্রবর্তন এবং পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালুর দাবি।
উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) পদে ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত কোটায় নিয়োগ নিশ্চিত করা এবং অন্যায়ভাবে নিম্নপদে নিয়োগ প্রদান বন্ধ করে আইনগত ব্যবস্থা গ্রহণ।
কারিগরি শিক্ষাব্যবস্থায় অ-কারিগরি জনবল নিয়োগ নিষিদ্ধ করা এবং এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের দাবি।
‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, কারিগরি শিক্ষা সংস্কার কমিশন প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষার জন্য একটি মানসম্পন্ন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন। এছাড়া নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য ভর্তি নিশ্চিতকরণ।
শিক্ষার্থীরা জানান, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *