ইউক্রেনে ভারতীয় ওষুধের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা, অস্বীকার মস্কোর

Spread the love

গত সপ্তাহে ইউক্রেনে একটি ভারতীয় ওষুধ সংস্থার গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। উল্টো ইউক্রেনের হামলায় গুদামটিতে আগুন লেগে থাকতে পারে বলে দাবি তাদের।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, হয়ত ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কুসুম হেলথকেয়ারের গুদামে পড়েছে, যার ফলে গুদামে আগুন লেগে যায়।

১২ এপ্রিল কিয়েভ অভিযোগ করে, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ভারতীয় সংস্থার গুদামে আঘাত হেনেছে এবং রাশিয়ার বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে’ ইউক্রেনে ভারতীয় ব্যবসাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ আনে তারা।

রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ওষুধ কোম্পানিগুলোর মধ্যে একটি। সূত্র জানিয়েছে, কোম্পানির পণ্যগুলো ইউক্রেন জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা নিশ্চিত করে যে, তাদের ওষুধ মৌলিক এবং তা সহজে পাওয়া যায়।

এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে মস্কো অভিযোগ করেছে যে বেসামরিক এলাকায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সম্পদ ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

রাশিয়া বলেছে, ‘এটাও মনে রাখা উচিত যে ইউক্রেনীয় সামরিক বাহিনী শহরাঞ্চলে বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট লঞ্চার, কামান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করছে।’

এছাড়া ভারতে ইউক্রেনের দূতাবাসের অভিযোগের জবাবে, নয়াদিল্লিতে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে রাশিয়ান সশস্ত্র বাহিনী ১২ এপ্রিল, ২০২৫ তারিখে কিয়েভের পূর্ব অংশে অবস্থিত কুসুম হেলথকেয়ারের ফার্মেসি গুদামে আক্রমণ করেনি বা আক্রমণ করার পরিকল্পনা করেনি। সূত্র: এনডিটিভি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *