35 C
New York
Tuesday, July 29, 2025

Buy now

spot_img

কুষ্টিয়া দৌলতপুরে তিন ভারতীয় চোরাকারবারি আটক

কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এছাড়া পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার চরচিলমারী ইউনিয়নের ৮৪/২ সীমান্ত পিলারসংলগ্ন ডিগ্রীরচর এলাকায় মো. মহেশ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডল (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫) ও মো. বাপন মন্ডলকে (৩২) ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

তবে ওই সময় দুই বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরীফ মন্ডল (২৫) কৌশলে পালিয়ে যায়।

অন্যদিকে, সীমান্তের হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১০০ টাকা।

এদিকে আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সদর দফতরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles