রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির রেফেল ড্র অনুষ্ঠিত

Spread the love

রাজশাহী  প্রতিনিধি
রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে রাসেল ড্র অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র,  সাবেক এমপি,  মোহাম্মদ মিজানুর রহমান মিনু। ছিলেন জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল,  জনাব শফিককুল হক মিলন , জনাব মাসুদুর রহমান রিঙ্কু।  সভাপত্ব করেন নূর কুতুবি আলম মুনু।
রমজান মাসে ৫০০ টাকার কেনাকাটায় একজন ক্রেতা একটি কুপন পাবেন। পবিত্র ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলো ক্রেতা সাধারণ।
অবশেষে সঠিক সময়ে রাফেল ড্র  অনুষ্ঠিত হলো এবং যেসব সৌভাগ্যবান ক্রেতা লটারিতে বিজয়ী হয়েছেন তারা পুরস্কার বুঝে নিয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি আগামী সাত দিনের মধ্যে সে নির্ধারিত কুপন সহ  রাজশাহী নিউমার্কেটের সমিতির অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে । এই কুপন ড্র চলাকালীন সময়ে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি।  ১ম পুরষ্কার ছিল, ১ টা সুজুকি জিকসার মটরসাইকেল, ২য় পুরষ্কার ১ টা দুই পাল্লার ফ্রিজ। মোট ১০১ টি পুরস্কার দেয়া হয়। একেবারেই দর্শকদের সামনে এই লটারি অনুষ্ঠিত হয়।নারী-পুরুষ  ছোট বড় সকলেই অনুষ্ঠান উপভোগ করেন এবং বিজয়রা তাদের পুরস্কার নিয়ে বাড়ি যান। সুন্দর পরিবেশ এবং মানসম্মত জিনিসের এই রাজশাহী নিউ মার্কেট এটা ক্রেতা সাধারণের কাছে অনেক জনপ্রিয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *