সংস্কার উদ্যোগে আন্তরিকভাবে সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

Spread the love

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিভিন্ন সংস্কার উদ্যোগে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমরা সব বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা এবং গুরুত্বের সঙ্গে সহযোগিতা করে চলেছি।”

রোববার (২০ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এদিন সংলাপে অংশ নেয়। এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রথম দিনের আলোচনায় অংশ নিয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে আরও একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে দুটি ধাপে মোট ১১টি কমিশন গঠন করে। এসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে কমিশন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *