রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: শাজাহান খান

Spread the love

সাড়ে সাত মাস ধরে কারাবন্দি সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘রাজাকাররা’ এখন ক্ষমতায়, আর মুক্তিযোদ্ধারা জেলখানায়।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে টানা আটবারের এমপি শাজাহান বলেন, “অবশ্যই নির্বাচন করব।”

এদিন বৈষম্যবিরোধী আন্দোলনে চানখারপুলে ব্যবসায়ী মনির হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি ছিল। সকালে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে তাকে এজলাসে তোলা হয়।

এরপর শুনানি শেষে ফরিদপুর-২ আসনের সাবেক এমপি শাজাহানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান। গত ১৩ এপ্রিল এ আবেদন করেছিলেন শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক।

বিচারকের আদেশের পর হাজতখানায় নিয়ে যাওয়ার পথে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “তোমরা কিছু বলো না; শুধু আমাকে দিয়ে বলাতে চাও।”
এদিন বৈষম্যবিরোধী আন্দোলনে চানখারপুলে ব্যবসায়ী মনির হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি ছিল। সকালে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে তাকে এজলাসে তোলা হয়।

এরপর শুনানি শেষে ফরিদপুর-২ আসনের সাবেক এমপি শাজাহানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান। গত ১৩ এপ্রিল এ আবেদন করেছিলেন শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক।

বিচারকের আদেশের পর হাজতখানায় নিয়ে যাওয়ার পথে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “তোমরা কিছু বলো না; শুধু আমাকে দিয়ে বলাতে চাও।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *