এ সরকারের কোন আইনগত ভিত্তি নেই : রিজভী

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকার) সমর্থন দিয়েছে। কিন্তু কনস্টিটিউশনালি বা আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোন ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে, সে অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।”

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় মানিকগঞ্জ সদর উপজেলার চারু শিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী আরো বলেন, “আওয়ামী লীগের দোসররা সমাজের নানা স্তরে ঘাপটি মেরে আছে। তাদের কাছে পেট্রোল কিনে বাড়ি পুড়িয়ে দেওয়ার অর্থ এবং হত্যার জন্য প্রয়োজনীয় অস্ত্র রয়েছে। এগুলো দমন করতে অন্তর্বর্তী সরকারকে কি আইন প্রণয়ন করতে হবে তা জনগণের কাছে স্পষ্টভাবে জানান।”

তিনি উল্লেখ করেন, “প্রশাসন যদি এদের খুঁজে বের করতে না পারে, তবে এই সরকারকে ব্যর্থ সরকার হিসেবে গণ্য করা হবে। কেননা, যারা ১৫ বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, ব্যাংক লুট করেছে, তারা আজ কোথায় লুকিয়ে আছে?”

এছাড়া, রিজভী সরকারের বিরুদ্ধে নির্বাচন প্রসঙ্গে কঠোর মন্তব্য করেন এবং জনগণের কাছে সরকারের জবাবদিহিতার দাবি জানান। তিনি বলেন, “মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগলো, এটা কিভাবে হলো? যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তারা এখন আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেট।”

এই সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ খান, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকউদ্দিন ভূঁইয়া হাবু, যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *