জুড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the love

মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

আইশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন ওসি তদন্ত জহিরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শরফ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল প্রমুখ ।

সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। বক্তারা হাকালুকি হাওরের রাবার ড্যাম এলাকায় পর্যাপ্ত পানি প্রবাহ, জুড়ী নদীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন, জিয়া খাল পুনরখানা পুনঃখনন ও শহরের পোস্ট অফিস রোডে ট্র্যাফিক জ্যাম নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান। ‌ সভায় উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর শহরের ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিলিং লাইসেন্স করার তাগিদ দেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম আহমেদ বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, কামীনীগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার শ্রী কানন কুমার, মহিলা বিষয়ক অফিসে কর্মরত মোঃ সুজাউদ্দৌলা প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *