অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ ৯ বাংলাদেশি আটক

Spread the love

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় পাঠানো ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার কালিগ্রামের অধীর বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুরের বোয়ালমারী থানার কালিনগর গ্রামের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা (৩১), বাগেরহাটের মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহের মহেশপুর থানার তৈলটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ির বালিয়াকান্দি থানার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। এছাড়া আটককৃত বাকি ৪ জন নারী।
এদিকে, মহেশপুর ৫৮ বিজিবির অধীন উথলী, মাটিলা, মাধবখালী, খোশালপুর ও কুসুমপুর বিওপি সীমান্ত এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালায়। এসব অভিযানে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা, ৩৫ বোতল ফেনসিডিল, ৬৩ বোতল মদ, ১৮ বোতল বিয়ার ও ১৮৮ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করে বিজিবি।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আটক নারীদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *