‘চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার যুবদল নেতার বাড়িতে

Spread the love

নরসিংদীতে যুবদল নেতা ও ইউপি মেম্বারের বাড়ি থেকে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া তার উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মো. ইমান হোসেনের বাড়ি হতে তারগুলো উদ্ধার করা হয়। মো. ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি মেম্বার।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে সদর উপজেলার বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে তারগুলো চুরি হয়।

পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস হাজীপুর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ও ইউপি মেম্বার ইমান হোসেনের বদরপুর এলাকার বাসা থেকে প্রায় ১০৫ মিটার ৩৩কেভি সঞ্চালন লাইনের তার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। তারগুলো বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় বর্ধিত সঞ্চালন লাইনে ছিল।

নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, বুধবার বৈদ্যুতিক সংযোগ বিহীন একটি লাইনের-১ স্প্যান তার চুরি হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজিপুরের ইউপি মেম্বার ইমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার করা হয়। সরকারি জিনিসপত্র চুরি করার সুযোগ নেই, সেটা ক্ষুদ্র কিংবা বৃহৎ হোক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

অভিযানকালে পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী বিদ্যুতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা ও ইউপি মেম্বার মো. ইমান হোসেনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *