রেফারি না পাল্টালে ‘ফাইনাল না খেলার কথা ভাববে রেয়াল মাদ্রিদ’

Spread the love

রেয়াল মাদ্রিদের কড়া অবস্থানের পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোপা দেল রের ফাইনালে খেলবে তো স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা? তাদের বিবৃতির পর স্প‍্যানিশ গণমাধ‍্যমে দাবি করা হচ্ছে, রেফারি বদল না করা হলে, বার্সেলোনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে মুখোমুখি না হওয়ার কথা গভীরভাবে বিবেচনা করবে কার্লো আনচেলত্তির দল।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ‍্যা সাতটায় ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল রেয়াল কোচ আনচেলত্তি ও মিডফিল্ডার লুকা মদ্রিচের। এর কয়েক মিনিট আগে সেটা বাতিল করে তারা। রাত আটটার দিকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে রেয়াল। তাদের মতে, ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে করে রেফারিদের মন্তব‍্য অগ্রহণযোগ‍্য।

“এইসব বিবৃতিতে, বাক স্বাধীনতা দ্বারা সুরক্ষিত একটি সংবাদ মাধ‍্যম, রেয়াল মাদ্রিদ টিভির ভিডিওগুলোতে বিস্ময়করভাবে মনোযোগ দেওয়া হয়েছে। ম‍্যাচের ২৪ ঘণ্টা আগে ফাইনালের একটি দল রেয়াল মাদ্রিদের বিপক্ষে এই রেফারিরা পূর্বপরিকল্পিতভাবে আরও একবার পরিষ্কার ও প্রকটভাবে বিদ্বেষ ও শত্রুতা প্রকাশ করেছে।”
“রেয়াল মাদ্রিদ আশাবাদী, ঘটনার গুরুত্ব অনুধাবন করে (স্প‍্যানিশ ফুটবল ফেডারেশন) আরএফইএফের দায়িত্বশীল এবং রেফারিং প্রতিষ্ঠান যথাযথ কাজ করবে এবং তারা যে ইনস্টিটিউশনের প্রতিনিধিত্ব করেন, সেটার সম্মান রক্ষার্থে যথাযথ পদক্ষেপ নেবেন।”

রেয়ালের মতে, সেই পদক্ষেপ হবে ফাইনালের মূল রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পাবলো গনসালেস ফুয়ের্তেসকে সরিয়ে দেওয়া। এর আগে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের এই অনুরোধ সরাসরি খারিজ করে দিয়েছে আরএফইএফ। বিবৃতির পরও তারা সাড়া না দিলে শেষ পর্যন্ত ফাইনালে রেয়াল নাও খেলতে পারে বলে সংবাদ আসছে স্প‍্যানিশ গণমাধ‍্যমগুলোতে।

কোপা দেল রের ফাইনালের রেফারি পরিবর্তনের অনুরোধে সাড়া না মেলায় সব আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে রেয়াল।
শিরোপা নির্ধারণী ম‍্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেনি তারা। বাতিল করে সংবাদ সম্মেলন।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে কার্লো আনচেলত্তির ফটো সেশন বাতিল করে রেয়াল। শুক্রবার রাতে অনুষ্ঠেয় ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারে উপস্থিত থাকবেন না ফ্লোরেন্তিনো পেরেস।

জটিলতার সূত্রপাতা শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ফাইনালের রেফারিদের মন্তব‍্যে।
ম্যাচের রেফারি দে বুর্গোস চোখে জল নিয়ে বলেন, তাকে নিয়ে রেয়াল মাদ্রিদ টিভির সমালোচনার বিরূপ প্রভাব পড়ে তার পরিবারের ওপর। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেস ফুয়ের্তেস সংবাদ সম্মেলনে দে বুর্গোসের পাশে বসে হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবেন তারা।

তাদের মন্ত‍ব‍্যের সূত্র ধরে আলোচনায় আসে আরএমটিভির ভিডিওগুলো। যেগুলো তারা দিনে অনেকবার প্রচার করে থাকে। সেখানে গ্রাফিক ডকুমেন্টসের মাধ‍্যমে দ্বিধাহীনভাবে এবং বাক‍্যবাণে বিদ্ধ করা হয় রেফারিদের, অভিযোগ করা হয় তারা রেয়ালের বিরুদ্ধে কাজ করছেন। এর প্রমাণ হিসেবে প্রতিটা ম‍্যাচের আগে তারা রেফারিদের ভুলগুলো দেখায়।

স্পেনের টেকনিক‍্যাল কমিটি অব রেফারিজের (সিটিএ) দাবি, অসম্পূর্ণ তথ‍্য প্রচার করে ঘৃণা ও সহিংসা উসকে দিচ্ছে আরএমটিভি। তাদের দাবি, এই ভিডিওগুলো পুরোপুরি পক্ষপাতদুষ্ট। এতে কেবল রেয়ালের বিপক্ষে যাওয়া ভুলগুলোই দেখানো হয়, পক্ষে যাওয়াগুলো কখনও নয়।

রেফারির বিরুদ্ধে রেয়ালের অভিযোগ নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেয়াল। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় ইউরোপের সফলতম ক্লাবটি। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে তারা।

রেয়ালের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে তখন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছিলেন, নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ক্লাবটি। কান্নাকাটি করে রেয়াল ‘মিথ্যা গল্প’ বানাচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

এবার পরিস্থিতি হতে পারে আরও উত্তপ্ত। ম‍্যাচের আগের দিন রেফারিদের এভাবে কথা বলে উচিত হয়নি দাবি করে তাদের বদলে দেওয়ার দাবি জানায় রেয়াল। তবে সাফ মানা করে দেয় আরএফইএফ।

“আমরা কোনো ক্লাবের সুরে সুর মেলাব না। আমরা রেফারিদের সঙ্গে আছি। এই মুহূর্তে রেফারি বদল হবে খুব দুর্ভাগ‍্যজনক। এতে পরে একই দাবি জানাতে পারে বার্সেলোনাও! দলগুলো তো আর রেফারি নিয়োগ দিতে পারে না…।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *