ছবি-ইউএনবি

উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি পারস্পরিক সমৃদ্ধির জন্য বিশেষ করে ঢাকা ও মার্কোসুর সদস্য(দক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক) দেশগুলোর মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদানের পর রোমে তারা এই বৈঠক করেন।

বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বর্তমান বিশ্ব বাণিজ্য পরিস্থিতি, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার সেতুবন্ধনের বিষয়টিও তাদের আলোচনায় স্থান পায়।

প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ ইউএনবি জানান, অধ্যাপক ইউনূস ও পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন সামাজিক ব্যবসা উদ্যোগ ও তরুণ সমাজের জন্য বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করেছেন।

তারা ‘তিন শূন্যের’ পৃথিবী গড়ে তোলার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন- শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ মজুদ ও শূন্য কার্বন নির্গমন।

অধ্যাপক ইউনূস নিয়মিত উচ্চ পর্যায়ের আলোচনার ওপর জোর দেন এবং যতদ্রুত সম্ভব পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন। সূত্র-ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *