দক্ষিণ কোরিয়ায় দাবানল, সরিয়ে নেওয়া হলো ১২০০ মানুষ

Spread the love

তীব্র বাতাসে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করায় দক্ষিণ কোরিয়ার দায়েগু শহর থেকে সোমবার (২৮ এপ্রিল) ১ হাজার ২০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে এক মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, দাবানল গতকাল দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় বেলা ২টা নাগাদ শুরু হয় এবং দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে আনুমানিক ৫০ হেক্টর এলাকা পুড়ে যায়। কোরিয়া ফরেস্ট সার্ভিস এক বিবৃতিতে জানায়, শুষ্ক আবহাওয়া ও ক্রমাগত বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।

দায়েগুর দাবানলে এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোরিয়া ফরেস্ট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে ২৬টি হেলিকপ্টার ও ২০২ জন ফায়ার সার্ভিসের কর্মীকে মোতায়েন করা হয়েছে। গায়েঙবু মহাসড়কের একটি অংশ বন্ধ রাখা হয়েছে।

গত মার্চে দক্ষিণ কোরিয়ায় দাবানলে ৩০ জনের প্রাণহানি হয়। সে সময় অনেক ঐতিহাসিক মন্দিরও পুড়ে যায়। ওই দাবানলকে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি ধরা হয়। সূত্র: রয়টার্স


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *