চীনে রেস্তোরাঁয় আগুন লেগে ২২ জনের মৃত্যু

Spread the love

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে একটি রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই প্রাণ বাঁচাতে পারেননি। আহত হয়েছেন আরও তিনজন। এক প্রতিবেদনে দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় ১২টা ২৫ মিনিটে আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁয় আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে আগুন নেভাতে ২২টি অগ্নিনির্বাপক গাড়ি ও ৮৫ জন দমকলকর্মী কাজ করছে বলে জানিয়েছেন লিয়াওনিং প্রদেশের ক্ষমতাসীন দলের কমিটি সেক্রেটারি হাও পেং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক কয়েক বছরে চীনে একই ধরনের কয়েকটি দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *