ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি দিল ইরান

Spread the love

গুপ্তচরবৃত্তি ও ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত এক ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বুধবার এ মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ২০২২ সালে বিপ্লবী গার্ডের একজন কর্নেলকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগ গতকাল এ কথা জানিয়েছে।

বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ইরানের অভ্যন্তরে মোসাদের অভিযানে সহায়তাকারী ‘একজন উচ্চপদস্থ গুপ্তচর’ মোহসেন ল্যাংগার্নেশিনকে বুধবার সকালে ফাঁসি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২২ সালের মে মাসে বিপ্লবী গার্ড কর্নেল সায়েদ খোদাই হত্যাকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে।

কয়েক দশক ধরে ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধে লিপ্ত ইরান মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ এবং তাদের কার্যক্রমে সহায়তার দায়ে অনেককেই মৃত্যুদণ্ড দিয়েছে। এদের বেশিরভাগের বিরুদ্ধে গুপ্তহত্যা এবং পরমাণু কর্মসূচিসহ ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার অভিযোগ ছিল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *