দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরোনো সাংস্কৃতি ফিরে আসছে: রেজাউল করীম

Spread the love

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মন্তব্য করেছেন সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্টনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ পার্টির (এবি) সঙ্গে আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়। আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর একটি বাক্স রাখার ব্যাপারে আলোচনা চলছে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ রেখে কাজ করতে হবে। প্রশাসনে বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরোনো সাংস্কৃতি ফিরে আসছে। এগুলোকে প্রতিহত করা হবে।

তিনি বলেন, করিডর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন। মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একতা ভাঙার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *