ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা স্থগিত

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয়েছে। আলোচনা কীভাবে এগোবে তা নিয়ে তেহরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধের কারণে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এরই মধ্যে তিন দফায় আলোচনা হয়েছে। আগামী শনিবার (৩ মে) ইতালির রোমে চতুর্থ দফার আলোচনার হওয়ার কথা ছিল। মাত্র দুদিন আগে আলোচনা স্থগিত করা হলো। রয়টার্সের প্রতিবেদন মতে, ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা বলেছেন, ‘ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করে আলোচনার নতুন তারিখ ঠিক করা হবে।

কারণ হিসেবে ওই কর্মকর্তা আলোচনার মধ্যে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন। বলেছেন, ‘পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করে, আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে।

ইরান জানিয়েছে, ‘যৌক্তিক ও কৌশলগত কারণে’ মধ্যস্থতাকারী ওমানের সঙ্গে উভয় পক্ষ যৌথভাবে রোমে শনিবারের বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওমান জানিয়েছে, পরমাণু নিয়ে দুই পক্ষের পরবর্তী আলোচনা প্রাথমিকভাবে ৩ মে করার পরিকল্পনা ছিল। কিন্তু ‘যৌক্তিক কারণে’ তারিখ নতুন করে ঠিক করা লাগবে।

আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র চতুর্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতই করেনি। কবে, কখন ও কোথায় পরবর্তী দফার আলোচনা হবে তা এখন পর্যন্ত ঠিক হয়নি। তবে শিগগিরই হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।

পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই বুধবার ইরানের একাধিক জ্বালানি কোম্পানিকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যার ঘোষণা আসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছ থেকে। এখানেই শেষ নয়, পরদিন বৃহস্পতিবার (১ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান থেকে যারা জ্বালানি কিনবে তাদের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *