ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Spread the love

জনতারকথা ডেস্ক:

পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক জিম্মি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার আশানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর বাড়ি ফরিদপুর জেলার গজারিয়া উপজেলায়।

৪ বোনের মধ্যে সবার ছোট ছিল ওই শিক্ষার্থী। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার সহপাঠীদের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ৬ষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থী। পরে তাকে তার পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করলে পাকস্থলীতে আলসার ধরা পড়ে।

এসময় ডাক্তার তাকে অপারেশনের পরামর্শ দিলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর করা হয়। পরে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে তার পাকস্থলীতে ক্যান্সার শনাক্ত হয়।

পরবর্তী ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করে পাকস্থলীর ৬০% কেটে বাদ দেওয়া হয় এবং ডাক্তারের পরামর্শে কেমোথেরাপি চলতে থাকে। তার কিছুদিন পর ওই শিক্ষার্থী একটু সুস্থ হয়ে উঠলে পুনরায় পড়ালেখা শুরু করে। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে আবার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে থাকে তার এবং পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিম্মির মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। বিভাগটির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, জিম্মি একজন অদম্য মেধাবী শিক্ষার্থী ছিল। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

পরে তার পাকস্থলীতে ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠলে পুনরায় পুরো উদ্যমে লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছিলো সে। কিন্তু আজ সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে।

তার মতো এমন এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমরা এবং আমাদের ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *