বাতিল হতে পারে রোহিতদের বাংলাদেশ সফর

Spread the love

ক্রীড়া ডেস্ক:

পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পরে উদ্ভূত পরিস্থিতির বড়সড় প্রভাব পড়তে চলেছে উপমহাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে। একটি বহুজাহতিক টুর্নামেন্ট ছাড়াও টিম ইন্ডিয়ার একটি দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বর্তমান পরিস্থিতিতে শুধু পাকিস্তানের সঙ্গেই নয়, বরং বাংলাদেশের সঙ্গেও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। অগস্টে বাংলাদেশ সফরে ৩টি ওয়ান ডে ও সব সংখ্যক টি-২০ ম্যাচের ২টি সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেই সিরিজ বাতিল হতে পারে বলে খবর।

বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে, আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। প্রবল সম্ভাবনা রয়েছে যে, ভারত ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে যাবে না।

শুধু ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়েই নয়, বরং ২০২৫ সালের এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে ভারত। টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের পরেই সেপ্টেম্বরে নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা। কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, তা এখনও স্থির হয়নি। তবে এটা ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার উপযুক্ত পরিস্থিতি নয় বলেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যেতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *