
মিরপুর, কুষ্টিয়া | ২ মে ২০২৫ (শুক্রবার):
জনতারকথা প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর থানার নিকটবর্তী এলাকায় আজ রাতে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনার সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত আসামি আকাশ (২৫) চলন্ত মোটরসাইকেলেই পুলিশ সদস্যদের ওপর ‘চাইনিজ হাতুড়ি’ দিয়ে হামলা চালায়, এতে গুরুতর আহত হয়েছেন কনস্টেবল রুস্তম আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ৮:৩০টার দিকে চালক আমলা পুলিশ ক্যম্পের ইনচার্জ মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী আসামি আকাশকে, আমলা পুলিশ ক্যাম্প থেকে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিস্ময়ের বিষয়, ওই আসামিকে হ্যান্ডকাফ না পরিয়েই মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে আনা হচ্ছিল।
থানার অদূরে, প্রসাদের পাল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে পৌঁছালে আচমকাই আকাশ তার কোমরে রাখা চাইনিজ হাতুড়ি বের করে পেছনে বসা কনস্টেবল রুস্তমের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। চালক আমলা পুলিশ ক্যম্পের ইনচার্জ মনিরুল বাধা দিলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করে, সৌভাগ্যক্রমে তার হেলমেট থাকায় তিনি বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান।
তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত মিরপুর থানার আরও দুই পুলিশ সদস্য ছুটে এসে আসামিকে নিয়ন্ত্রণে আনেন এবং থানায় নিয়ে যান। আহত কনস্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানা গেছে।
এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সবার মুখে এখন একটাই প্রশ্ন—“গ্রেফতারকৃত আসামির কোমরে কীভাবে অস্ত্র থাকলো? হ্যান্ডকাফ ছাড়া কেন তাকে থানায় আনা হলো?”
স্থানীয়রা বলছেন, এটি পুলিশের দায়িত্বে চরম অবহেলার উদাহরণ। এমন ঘটনা শুধুমাত্র দায়িত্বে গাফিলতির কারণেই সম্ভব।
মিরপুর থানার ওসি জানান, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।