কুষ্টিয়ার মিরপুরে ফাঁসির দাবিতে মানববন্ধন ।

Spread the love

জনতারকথা প্রতিনিধি: 

শনিবার (০৩-০৫-২০২৫) সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা বাজারে মানব বন্ধন করছে; গুরুতর আহত সিয়ামের পরিবার, সহপাঠী ও এলাকা বাসী।

সরকারী গাছের আমপাড়া কে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা হঠাৎ পাড়া গ্রামের শরিফুল ইসলাম খোকন কসাইয়ের ছেলে সিয়াম ও আনারুল ইসলামের ছেলে সাব্বির হোসেনের মধ্যে সংঘর্ষে সিয়াম গুরুতর আহত হয়ে ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি হয়। এ মর্মে সিয়ামের বাবা বাদী হয়ে গত (২৮-০৪-২০২৫) তারিখ মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলার ৪ দিন পার হলেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ সিয়ামের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। তাই আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছে তারা।

উল্লেখ্য গত শনিবার ২৬ -৪ -২০২৫ তারিখ  দুই পক্ষের মধ্যে কথা কাটা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি ও লাঠি সোঠা নিয়ে সংর্ঘের ঘটনা ঘটে এতে দুই পক্ষের দুই জন্য করে আহত হয় এর মধ্যে মাথায় আঘাত পেয়ে সিয়াম গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হসপিটাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হসপিটালে ভর্তি করা হয় সেখানে তার মাথার অপারেশনের পর শারিরিক ভাবে কিছুটা সুস্থ হলে বাড়িতে আনা হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন উভয় পক্ষই মামলা করেছে।

আজ সকালে আমলা বাজারে মানব বন্ধন করছে সিয়ামের পরিবার, সহপাঠী ও এলাকা বাসী  এবং  মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর উপজেলার কুড়িপোল এলাকার একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। আসামি সাব্বির হোসেন (২৪) ও আমিরুল ইসলাম (৪৮) কে।

ছবি: প্রতিনিধি

থানা সূত্রে জানা গেছে, আটককৃত দুই আসামিকে মামলার তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, আমরা এজাহারভুক্ত আসামিদের শনাক্ত করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করি। জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকের এ সফলতা এসেছে।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়দের মাঝে পুলিশের এ ধরনের তৎপরতা প্রশংসিত হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *