টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪তম বারের মতো জয় পেয়েছে দেশটির শাসক দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার আগ থেকেই ক্ষমতায় রয়েছে।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতেই জয় পেয়েছে পিএপি।

স্থানীয় গণমাধ্যম বলছে, দলটি এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৫৭ শতাংশ ভোট পায়, যা ২০২০ সালের ৬৪ দশমিক ২ শতাংশ থেকে কিছুটা বেশি।

এই বিজয় বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের প্রতি জনগণের আস্থা ও সমর্থনকে নির্দেশ করে। গত বছর ওং চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি লি হসিং লুংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসন ধরে রেখেছে, যা সিঙ্গাপুরে কোনো বিরোধী দলের সর্বোচ্চ আসন ধরে রাখার নজির।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ও বাসস্থান বড় ইস্যু ছিল। প্রধানমন্ত্রী ওংয়ের সরকারকে সামনে অর্থনৈতিক মন্দা ও বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *