মেহেরপুরে সড়কে ডাকাতি, পথচারীদের অর্থ লুট

Spread the love

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীর পাকুড়িয়া-খড়মপুর সড়কে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (৩ মে) ১০ টার দিকে এই ঘটনায় প্রতিরোধের মুখে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ‌

ডাকাতির শিকার পাকুড়িয়া গ্রামের ব্যবসায়ী সবুজ রানা জানান, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী খড়মপুর গ্রামের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তিনি। দুই গ্রামের মাঝের মাঠের পাকা সড়কে কলাগাছ ফেলে তাকে আটক করে একদল ডাকাত। ‌দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় আরও কয়েকজন পথচারীর কাছ থেকে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা। ‌ খড়মপুর গ্রামের মানুষ বিষয়টি টের পেয়ে দলবদ্ধভাবে এগিয়ে গেলে ডাকাতরা ফাঁকা জায়গায় দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে। ডাকাতদের চিহ্নিত করে আটকের চেষ্টায় মাঠে নেমেছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *