পাঁচ দফা দাবিতে যশোরে আদালত কর্মচারীদের কর্মবিরতি

Spread the love

যশোর প্রতিনিধি।

সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন-ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নসহ ৫ দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন যশোর আদালতের কর্মচারীরা।

সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর শাখার উদ্যোগে কর্মসূচিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুই শতাধিক কর্মচারী অংশ নেন।
আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোনায়েম কবীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহআলম।
নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিগুলো জানিয়ে আসা সত্ত্বেও তা বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সরকার। ফলে বাধ্য হয়ে কর্মবিরতির পথ বেছে নিতে হয়েছে।

তারা আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আদালত কর্মচারীরা আশায় বুক বেঁধেছিল। বিচার বিভাগ সংস্কার কমিশন দাবিগুলোকে যৌক্তিক বললেও তাদের সুপারিশে এসব অন্তর্ভুক্ত করা হয়নি। বরং পদোন্নতির সুযোগ আরও সংকুচিত করার প্রস্তাব এসেছে।
দাবি বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *