ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী

Spread the love

জনতারকথা ডেস্ক:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার নিরাপত্তা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সকাল ৮ টায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
দেখা গেছে, ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেয়া হয়েছে। শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশ্যে হন খালেদা জিয়া। কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬ টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ৬-মে মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন-কে বহন করা

কাতার আমির-এর দেওয়া বিশেষ বিমান এয়ার এম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ৬ টা ৫ মিনিটে দোহা বিমান বন্দর রানওয়ে থেকে বাংলাদেশ উদ্দেশ্য রওনা করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *