পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোতে সতর্কর্তা বাড়ানো হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বুধবার (৭ মে) এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষাকর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে।

পেহেলগামে হামলা পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

ইসলামাবাদ জানিয়েছে, ভারতের হামলায় অন্তত ২৬ জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। এর জবাবে রাতেই নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের হামলার নিন্দা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেছেন, ‘জনগণ পাকিস্তানের সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ভারত হয়তো এটা (হামলা) শুরু করেছে, কিন্তু আমরা এটা শেষ করব।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *