পাকিস্তানে হামলার পর মুখ খুললেন মমতা

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে চালানো হামলার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিলি লিখেছেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।

দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো রাজনীতি করা হবে না বলেও জানিয়েছিলেন মমতা ব্যানার্জী। কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস।

এই হামলার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জয় উল্লাস করতে দেখা যায়। যদিও গত ৬ মে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মগ ড্রিল করা হবে। বুধবার ৭ মে সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও মগ ড্রিল করতে দেখা যায়নি।

ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

ভারত সরকার দাবি করেছে যে, তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।

পহেলগামের ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। —জাগো নিউজ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *