
জনতারকথা ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের সময় বুধবার কয়েক ডজন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রধান লাইব্রেরির অংশ দখল করার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।
নিউ ইয়র্ক পুলিশকে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন ছাত্রকে বাটলার লাইব্রেরির বাইরে পুলিশের গাড়িতে তুলতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের অনুরোধে পুলিশ ক্যাম্পাসে পৌঁছেছিল। কর্মকর্তারা জানিয়েছিলেন, লাইব্রেরির দ্বিতীয় তলার প্রধান পাঠ কক্ষ দখলকারী বিক্ষোভকারীরা অনুপ্রবেশের সাথে জড়িত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা টেবিলের উপর দাঁড়িয়ে ড্রাম বাজাচ্ছে এবং লরেন্স এ. ওয়েইন পাঠ কক্ষের ঝাড়বাতির নীচে ‘গাজার জন্য হামলা’ এবং ‘মুক্ত অঞ্চল’ লেখা ব্যানার উড়িয়েছে।
গত বছর ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, কর্তৃপক্ষ ইহুদিবিদ্বেষী এবং ইহুদি ছাত্রদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ এবং অন্যান্য কুসংস্কার মোকাবিলায় কাজ করেছে।
বুধবার রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা ‘ভবনটি সুরক্ষিত করার জন্য, নিউ ইয়র্ক পুলিশের সহায়তা চেয়েছে।