ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি।

ইশিকা আরাত (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের পুরাতন বটতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইশিকা পৌরসভার বাগানবাড়ি এলাকার আমিনুল ইসলামের মেয়ে। তিনি বটতলা এলাকার মালেক ভূঁইয়ার বাসায় ভাড়া থাকতেন।

বাগান বাড়ি এলাকার স্থানীয়রা জানান, ইশিকাকার তিন বছর আগে হাজরাঘাট এলাকার রিয়াদ খানের সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের দুই বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। তাদের সংসারে বনি-বনা না হওয়ায় এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে বাগান বাড়ি এলাকার একটি ছেলের সঙ্গে তার আবারও বিয়ে হয়। সে সংসারও বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিন পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না বলে জানিয়েছে এলাকাবাসী। যে কারণে সে বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গতকাল দুপুরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *