
আন্তর্জাতিক ডেস্ক:
স্পেনের উত্তর-পূর্বের কাতালোনিয়া অঞ্চলের প্রায় ১ লাখ ৬০ হাজার বাসিন্দাকে শনিবার (১০ মে) বিষাক্ত বাতাসের কারণে ঘরে থাকতে বলা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নির্দেশনাটি উঠিয়ে নেওয়া হয়। ওই নির্দেশনা জারির আগে এক শিল্প অবকাঠামোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের পরপরই গোটা অঞ্চলে বাতাস হয়ে ওঠে বিষাক্ত।
জরুরি সেবার দেওয়া তথ্যানুসারে, আগুনের কারণে বিষাক্ত ক্লোরিনের মেঘ বড় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছিল। যে শিল্প অবকাঠামোতে আগুনের ঘটনা ঘটে, সেখানে মূলত সুইমিং পুল পরিষ্কারের পণ্য তৈরি হতো। স্থানীয় সময় বেলা ২টার দিকে সেখানে আগুন লাগে।
সামাজিক যোগাযোগমাধ্যম সাইট এক্সে দেশটির সিভিল প্রটেকশন সার্ভিস লিখেছে, ‘আপনি যদি ওই এলাকায় থেকে থাকেন, তাহলে বাড়ি বা কাজের স্থান ছেড়ে বের হবেন না।’
কাতালান জরুরি সেবা গতকাল লিখেছে, ‘আগুনে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে পাঁচ শহরের বাসিন্দাকে মোবাইলে বার্তা পাঠিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’ স্থানীয় রেডিও স্টেশন র্যাক-১কে হোর্হে ভিনুয়ালেস আলোনসো বলেন, ক্লোরিনে আগুন ধরা অত্যন্ত কঠিন। কিন্তু একবার আগুন ধরে গেলে তা নেভানোও কঠিন।’ লিথিয়াম ব্যাটারি থেকে আগুন ধরে থাকতে পারে বলেই মনে করছেন তিনি।
পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আঞ্চলিক সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়। রয়টার্সের খবর বলছে, শুধু মানুষ আটকা পড়েননি। ওই অঞ্চল দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছিল। বন্ধ ছিল সড়কও। আশপাশের সব আয়োজন ও অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়।
টিভিই টেলিভিশন চ্যানেলকে সিভিল প্রটেকশনের মুখপাত্র জোয়ান রামোন কাবেলো জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সূত্র: রয়টার্স।