ইবিতে ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরিক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯০ শতাংশ

Spread the love

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের অধীনে স্বতন্ত্র ‘ডি ইউনিট’ এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ২০২৪ আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮২৮ জন, যা মোট আবেদনকারী ৯০.৩১ শতাংশ।

রবিবার (১১ মে) সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষদ ও রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি তৎপরতা ছিল বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপের।

প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ আজকের ভর্তি পরিক্ষা খুবই শান্তিপূর্ণভাবে সকলের সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। প্রোক্টরিয়াল বডি চমৎকারভাবে কাজ করেছে। নিরাপত্তায় যারা ছিল তারা ভালো কাজ করেছে। কর্মকর্তা ও কর্মচারীরক তাদের দায়িত্ব পালন করেছেন।’

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *