পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

Spread the love

জনতারকথা ডেস্ক:

ভারতে অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং ড. কনক সরওয়ারের ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে।

শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পিনাকী ভট্টাচার্য।

তিনি লেখেন, “আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। ভারতমাতা তার শত্রুদের চিনে।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু—তাদের কি এখন চেনা যাচ্ছে না?”

এর আগে শুক্রবার (৯ মে) ভারত সরকারের অনুরোধে ইউটিউব বাংলাদেশের চারটি টেলিভিশন চ্যানেল ভারতে বন্ধ করে দেয়। চ্যানেলগুলো হলো—যমুনা টেলিভিশন, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভি।

ভারতের ইউটিউব ব্যবহারকারীরা এসব চ্যানেল দেখতে পাচ্ছেন না। এসব চ্যানেলের কনটেন্ট খুঁজতে গেলে মেসেজ আসছে—“সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে এই কনটেন্ট এই দেশে পাওয়া যাচ্ছে না।”

গবেষণা সংস্থা DismissLab জানিয়েছে, তারা ভিপিএনের মাধ্যমে ৩৮টি বাংলাদেশি টিভি চ্যানেল পর্যবেক্ষণ করে এই চারটি ব্লক অবস্থায় পেয়েছে। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে তারা এই ব্লকিং সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিশ পেয়েছেন।

DismissLab আরও জানায়, ভারতের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে দেশটির সরকার ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মকে কনটেন্ট ব্লকের নির্দেশ দিতে পারে।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার) জানায়, তাদের প্রায় আট হাজার অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *