পার্থর স্ত্রীকে বিমানবন্দরে আটকে দেয়া হলো

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, শেখ শাইরা শারমিন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করেন। পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। বলা হয়, আপনার বিদেশ যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পর ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে।

এ ব্যাপারে ব্যারিস্টার পার্থ জানান, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে। তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে।

উল্লেখ্য, শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *