আ.লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুমন করিম গ্রেপ্তার

Spread the love

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমন করিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১২ মে) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবির উত্তরা বিভাগের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছে ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র।

ডিবি জানায়, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একটি চৌকস দল গুলশানে অভিযান চালিয়ে সুমন করিমকে আটক করে। তিনি সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতার পুত্র।
গ্রেপ্তারের পর সুমন করিমকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এডিসি হেলালউদ্দিন ভূঁইয়া জানান, গ্রেপ্তার হওয়া সুমন করিমের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় একটি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আজ (মঙ্গলবার) তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *