ইসলামপুরে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে একজন আটক

Spread the love

জামালপুর প্রতিনিধি।

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়াড় অপরাধে রাসেল মিয়া (২৩) নামে একজনকে ৭ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রক্সি পরীক্ষা দেয়াড় অপরাধে ৭দিমের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার। আটক রাসেল পার্শ্ববর্তী পুড়ারচর এলাকার তারা মিয়ার ছেলে।

বাবা সাথে অভিমান করে বিষপান করে এসএসসি পরীক্ষার্থী আরমান (১৭)। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার শাহিন মিয়ার ছেলে ও ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এদিকে পরীক্ষার্থী আরমান অসুস্থ থাকায় তার খালাতো ভাই রাসেল মিয়া পরীক্ষায় অংশ গ্রহণ করে। বিষয়টি জানাজানি হলে পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।

ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার বলেন,ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরীক্ষায় প্রক্সি দেয়াড় জন্য রাসেল মিয়া নামে একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *