
জনতারকথা ডেস্ক:
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে সফরে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিটি করপোরেশন মেয়রসহ সরকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাচ্ছেন চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড-৫ পরিদর্শনে। এরপর কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট নতুন সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে রওনা হন। সকাল ১০টা ৩০ মিনিটে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু সময় অবস্থান করেন।
বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সমাবর্তন শেষে বিকেল ৩টা ১০ মিনিটে তিনি হাটহাজারীর জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পরিদর্শনে যাবেন। এরপর বিকেল ৫টার দিকে তার নিজ পৈতৃক নিবাস হাটহাজারীর বাথুয়া গ্রামে যাবেন এবং সেখানে কিছু সময় অবস্থান করবেন।
সন্ধ্যা ৬টায় তিনি চট্টগ্রাম শহরের উদ্দেশে যাত্রা করবেন। সফর শেষে রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাত ৮টা ৪৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ড. ইউনূসের এই সফরকে ঘিরে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।