নিখোঁজের ১২ ঘণ্টা পর মিললো ২ শিক্ষার্থীর লাশ

Spread the love

জনতারকথা ডেস্ক:

সাভারের আশুলিয়ায় দুই মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজের ১২ ঘণ্টা পরে মাছের ঘেরে পাওয়া গেলো লাশ।

বুধবার (১৪ মে) সকাল ৯ টার দিকে আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকায় একটি মাছের ঘের থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল তারা দুজন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

নিহতের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। সকালে বাসার পাশের এলাকার পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন তারা।
আশুলিয়া থানার উপ পরিদর্শক সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *