বাগেরহাটে সড়কের দু-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

Spread the love

বাগেরহাট প্রতিনিধি।

‎বাগেরহাট সড়ক ও জনপথের আওতাধীন পিরোজপুর টু নওয়াপাড়া বিশ্বরোড এর মোড় পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের দুইপাশের প্রায় সহাস্রাধিক অবৈধ কাঁচা,কাঁচাপাকা ও পাকা স্হাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে সওজ বাগেরহাট।

বুধবার (১৪ মে) সকালে বাগেরহাট শহর সংলগ্ন দড়াটানা ব্রীজ এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম প্রাং এর নেতৃত্বে সওজ, খুলনা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা, পিজুস চন্দ্র দে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সওজ, খুলনা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা, পিজুস চন্দ্র দে জানান, পদ্মা সেতু চালু হওয়ায় সড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে।তাই সড়কে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে এই লক্ষ্যে সড়কের দুই পাশের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদের কাজ চলমান থাকবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *