জামিনে এসে ফের গ্রেপ্তার বুড়িচংয়ে আ.লীগ নেতা এ্যাড. রেজাউল

Spread the love

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ (নিষিদ্ধ দল) এর যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকনকে জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) রাতে একটি ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার সাথে অংশগ্রহণ এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি মডেল থানার একটি দল তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সময় ছাত্র ও জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় রেজাউল করিমকে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।

তবে জামিনে মুক্তির পর সরকারের বিরুদ্ধে নানা কার্যকলাপ ও সম্প্রতি পলাতক অবস্থায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়াও, তার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে পুলিশ।

আজ বুধবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “গ্রেফতারকৃত অ্যাডভোকেট রেজাউল করিম বুড়িচং উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার উপর হামলার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *