যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, যা জানা গেল

Spread the love

জনতারকথা ডেস্ক:

সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা নদীর তীরে প্রায় দুই সপ্তাহ ধরে ভেড়ানো রয়েছে একটি ট্যাগবোট জাহাজ। ইতোমধ্যে জাহাজটির ইঞ্জিনসহ বেশকিছু অংশ কেটে নিয়ে গেছে স্থানীয়রা।

সরেজমিন দেখা গেছে, এনায়েতপুর বেড়িবাঁধ এলাকার দক্ষিণ দিকে তিনতলাবিশিষ্ট জাহাজটি অকেজো অবস্থায় পড়ে আছে। সেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাহারাও বসানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘এম. টি আনোয়ারা নাসির-২’ নামের নৌযানটি তিনতলাবিশিষ্ট একটি পুরোনো টাগবোট, যেটা ‘পন্টুন জাহাজ’ নামে পরিচিত। গত ২ মে ট্যাগবোট জাহাজটি এনায়েতপুর স্পার বাঁধের পাঁচশ গজ দক্ষিণে প্রথম দেখা যায়।

দু-একদিন পর ১০ থেকে ১৫ জনের একটি চক্র লোহা কাটার যন্ত্র নিয়ে এর ওপরের অংশ এবং ইঞ্জিনটি কেটে দুটি নৌকায় ভর্তি করে নিয়ে যায়। বিষয়টি পুলিশ জানার পর তারা আর আসেনি।

এ বিষয়ে চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ওসি গাজী মিজানুর রহমান বলেন, পরিত্যক্ত জাহাজটি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। চট্টগ্রামের এক ব্যক্তি জাহাজটির মালিকানা দাবি করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আমাদের জানান, এটি যমুনা রেলসেতু প্রকল্পে ভাড়া দেওয়া হয়েছিল। সেখান থেকেই জাহাজটি হারিয়ে গেছে।

ওসি বলেন, মালিক দাবি করলেও তারা এখনো ঘটনাস্থলে আসেননি এবং জাহাজটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমাদের জানাননি। তারা এলে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *