চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

Spread the love

চাঁদপুর প্রতিনিধি।

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজন শনিবার সকালে( ১৭ই মে ২০২৫) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নতুন ভবনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.এরশাদ উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত,চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, “বিজ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের উন্নত বাংলাদেশ গড়তে হবে। নতুন প্রজন্মের ভাবনাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা আমাদের বড় সম্পদ।”রাব্বুল আলামিন অসীম ক্ষমতাবান, তাই তিনি আমাদের এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন।কিন্তু আমাদেরকে চিন্তা করতে দেয়া হয় না। বলা হয়, বিজ্ঞান মানে ধর্ম বিরোধী। বরং বিজ্ঞান আমাদেরকে এমন স্বাচ্ছন্দ, জীবনকে আরও সহজ করেছে। মানুষের কল্যাণে ঈশ্বরকে আরও ভালো করে ভাবতে সুবিধা করে দিয়েছে।
তিনি বলেন, আমরা আমাদের দেশকে যদি উন্নত করতে চাই। আমাদেরকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে, বিজ্ঞানে অবদান রাখতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, যে জ্ঞানী হবে আমি তাকে বিজয় দান করব। যখন পর্যন্ত নিজেরা বদলে না যাব জ্ঞান চর্চা না করব আমাদের দেশ উন্নত হবে না।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,জীবনকে গড়তে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। তা না হলে পৃথিবীর ভার্চুয়ালি যুগে টিকে থাকা যাবে না। শিক্ষাজীবনে বিজ্ঞান মনষ্ক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে।
আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও চাঁদপুর জেলাতে পালিত হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

স্টলে স্টলে বিজ্ঞানচিন্তা: শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনামেলায় অংশ নেয় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। তাঁদের বানানো প্রকল্পে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, রোবটিক্স, স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তি, কৃষিতে অটোমেশনসহ নানা বিষয়।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রবল উৎসাহের সৃষ্টি হয়।
তিনদিন ব্যাপী মেলার আয়োজন ঘিরে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হয় বিজ্ঞান নিয়ে স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি। শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণাভিত্তিক পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।

এই দিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের চাঁদপুর জেলায় সফর উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও তিনি এই দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দুঃস্থ অসহায় মানুষদের মাঝে ঢেউটিন বিতরণ, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ক্ষৃদ্র-নৃ গোষ্ঠীর মাঝে বাছুর বিতরণ, উপজেলা মৎস্য বিভাগ থেকে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক হতে ঋণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
জেলা প্রশাসক পুলিশ সুপার এসময় উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দগণ ও উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি), চাঁদপুর সদর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *