নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের-নান্দাইলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৭মে (শনিবার) সকাল ১১টার দিকে নান্দাইল বাজারে এই ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সিংদই ফকির বাড়ির মো. মজনু ফকিরের ছেলে।

নিহতের চাচা লিটন ফকির জানান, সকাল বেলা একসঙ্গে খাওয়া-দাওয়া করলাম। পরে সে তার দোকানে চলে যায়, আমি চলে যাই আমার কাজে। কিছুক্ষণ পর একজন ফোন করে বলে, দোকানে স্বাধীন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি, মনকে বোঝতে পারছি না।

হঠাৎ স্বাধীনের মৃত্যুর দুঃসংবাদ শুনে তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ পুরো এলাকা শোকের চায়া নেমে এসেছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *