যশোরে বোমা বিস্ফোরণে ভাই-বোন আহত

Spread the love

যশোর প্রতিনিধি ।

যশোর শহরের শংকরপুর এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে ঘরের ভিতর খেলতে গিয়ে বিস্ফোরণে খাদিজা (৪) নামের এক শিশু মারা গেছে। আহত হয়েছে তার ভাই সজিব (৬)।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খাদিজা ও আহত সজিব স্থানীয় শাহাদৎ হোসেনের সন্তান।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের ভেতর খেলছিল দুই ভাইবোন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে ধোঁয়ায় ঢেকে যায় ঘর। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় খাদিজা ও সজিবকে। তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়।
শিশুদের স্বজনেরা ধারণা করছেন, বাড়ির পাশে জড়ো করে রাখা ভাঙ্গারির মধ্য থেকে কোনোভাবে বিস্ফোরকজাতীয় বস্তু সংগ্রহ করে থাকতে পারে শিশুরা। ওই এলাকার বেশিরভাগ বাসিন্দা দিনমজুর ও ভাঙ্গারির ব্যবসার সঙ্গে যুক্ত।
ঘটনার খবর পেয়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহান, কোতোয়ালি থানার পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাস্থলে বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে। ঘরে কিংবা আশপাশে আর কোনো বিস্ফোরক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *