৫ বছর পর বন্দিদশা থেকে গৃহকর্মী উদ্ধার

Spread the love

ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুর শহরের একটি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় ৫ বছর ধরে আটকে রাখা মরিয়ম বিবি (৬৪) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) বিকেলে শহরের অনাথের মোড়ে অবস্থিত গনি ভবনের তৃতীয় তলার আব্দুল কাদেরের ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি শহরের আলীপুর মহল্লার মৃত রহিম উদ্দিনের স্ত্রী। উদ্ধার মরিয়ম বিবিকে কোতয়ালি থানায় রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম বিবি ২০২০ সালে ঝিলটুলীর অনাথের মোড় এলাকার সিঙ্গাপুর প্রবাসী আব্দুল কাদেরের ফ্ল্যাটে গৃহকর্মী হিসাবে কাজ নেন। কয়েকমাস পরে মরিয়ম বিবির ছেলে আব্দুল মতিন তার মাকে আনতে গেলে বাড়ির মালিকের স্ত্রী লিবা বেগম তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে এবং তার মায়ের সঙ্গে কোনো কথা বলতে না দিয়ে তাড়িয়ে দেন।

পরবর্তীতে বিভিন্ন সময় আব্দুল মতিন তার মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরেও তার মায়ের সঙ্গে যোগাযোগ এবং তার মাকে উদ্ধার করতে পারেননি। বর্তমানে ফ্ল্যাট মালিকের স্ত্রী লিবা বেগম দেশের বাইরে রয়েছেন। এ সুযোগে আইনের আশ্রয় নেন আব্দুল মতিন।

তিনি তার মাকে উদ্ধারের জন্য আদালতে মামলা করেন। আদালত কোতয়ালি থানা পুলিশকে মরিয়ম বিবিকে উদ্ধারের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা পেয়ে রোববার বিকেলে কোতয়ালি থানা পুলিশ আব্দুল কাদেরের ফ্ল্যাট থেকে মরিয়ম বিবিকে উদ্ধার করেন। এসময় আব্দুল কাদের ও তার স্ত্রী লিবা বেগম বাসায় না থাকলেও তাদের চার মেয়ে বাসায় ছিলেন।

মরিয়ম বিবি জানান, বছরের পর বছর আটকে রেখে আমার ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। ছেলের কাছে যেতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। আমি তাদের শাস্তি দাবি করি।

মরিয়ম বিবির ছেলে আব্দুল মতিন বলেন, আমার মাকে দীর্ঘ প্রায় পাঁচ বছর ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন লিবা বেগম ও তার মেয়েরা। আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছেন।

অভিযুক্ত আব্দুল কাদের ও তার স্ত্রী লিবা বেগম দেশের বাইরে। এছাড়াও এ দম্পতির চার মেয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যার কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আদালতের নির্দেশে মরিয়ম বিবিকে উদ্ধার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *