যমুনায় ধরা পড়ল ৭২ কেজির বাগাড়

Spread the love

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছায় দেখা মিলেছে এক বিরল আকৃতির বাগাড় মাছের। ওজন ৭২ কেজি। এতো বড় মাছ এ অঞ্চলে দেখা যায় না বললেই চলে। মাছটি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার বিস্ময়ে বলছেন—জীবনে এত বড় মাছ কখনও দেখেননি। মাছটি ধরা পড়েছে গাইবান্ধার ফুলছড়ি ঘাট সংলগ্ন যমুনা নদীতে।

মঙ্গলবার (২০ মে) সকালে স্থানীয় জেলে শিরীষ চন্দ্রের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি কিনে পীরগাছায় নিয়ে আসেন ফুলছড়ি ঘাটের মাছ ব্যবসায়ী লাল মিয়া।

লাল মিয়া বলেন, মাছটি আমি ফুলছড়ি ঘাট থেকে কিনেছি। বিক্রির জন্য পীরগাছায় এনেছি। প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করছি।

বিকেল গড়াতেই পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ মোড়ে মাছটি দেখতে ভিড় জমাতে থাকেন উৎসুক মানুষ। অনেকেই মাছটির দামদর করেন। কেউ কেউ মাছটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন।

স্থানীয়দের ভাষ্য, যমুনা নদীতে বড় মাছ মাঝে মাঝে ধরা পড়লেও ৭২ কেজির বাগাড় একেবারেই বিরল। অনেকেই বলছেন, এমন মাছ আগে শুধু রূপকথার গল্পেই শুনেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *