অন্তর্বর্তী সরকারের পিছু হটার সুযোগ নেই: সিরাজগঞ্জে ব্যারিস্টার ফুয়াদ

Spread the love

সিরাজগঞ্জ প্রতিনিধি:

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “দেশবিরোধী শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হলেও অন্তর্বর্তী সরকারের কোনো পিছু হটার সুযোগ নেই। সরকারের দায়িত্ব হচ্ছে সংস্কার, বিচার ও নির্বাচনের ম্যান্ডেট বাস্তবায়ন।

শুক্রবার (২৩ মে) বিকেলে শাহজাদপুর উপজেলা শাখা আয়োজিত এক যোগদান ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যর্থ হলে তার দায় নিতে হবে রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দকে। আজ দেশের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আব্দুল খালেক এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম মহাসচিব আনোয়ার সাদাত টুটুল।

শাহজাদপুরে উন্নয়ন আশ্বাস: শাহজাদপুরের গুরুত্ব তুলে ধরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “উত্তরবঙ্গের একটি সম্ভাবনাময় এলাকা হয়েও শাহজাদপুরকে এখনও সঠিকভাবে কাজে লাগানো যায়নি। ব্যবসাবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির মনোনীত প্রার্থী হবেন আনোয়ার সাদাত টুটুল।

প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান: নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তোমাদের জানতে হবে কারা মীর জাফর, কারা লেন্দুপ দর্জি। দেশবিরোধী মুখোশধারীদের চিনে রাখো।”

আনোয়ার সাদাত টুটুলের বক্তব্য: তিনি বলেন, “শাহজাদপুর একসময় উপপ্রধানমন্ত্রী দিয়েছিল, কিন্তু মৌলিক নাগরিক সেবা এখনো অনুপস্থিত। নদী, তাঁত ও মৎস্যসম্পদ সঠিকভাবে কাজে লাগিয়ে একটি বাসযোগ্য শহর গড়তে হবে।”

সভায় এবি পার্টির নেতারা জনগণকে দেশপ্রেম, স্বচ্ছতা ও উন্নয়নের রাজনীতিতে অংশ নিতে দলীয় পতাকার নিচে একত্র হওয়ার আহ্বান জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *